বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নাসির সরদার (৩০) নিহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে
ওই দুর্ঘটনায় ভাড়ায় চালিত মোটর সাইকেলের অপর দুই আরোহী আহত হয়। নিহত নাসির মাদারীপুরের ডাসার উপজেলার বনগাহ এলাকার রব সরদারের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শনকারী উজিরপুর থানার এসআই হারুন-অর রশিদ জানান, ভাড়ায় চালিত মোটর সাইকেলে দুই নারী যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো চালক নাসির। বামরাইল এলাকা অতিক্রমকালে বিপরীতগামী ট্রাকের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মোটর সাইকেলে থাকা দুই নারী যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন এসআই হারুন-অর রশিদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার