ত্রাণের দাবিতে দিনাজপুরে মহাসড়ক অবরোধ করেন ত্রাণবঞ্চিতরা। এতে রাস্তার দুপাশে জরুরি প্রয়োজনে চলা যানবাহন আটকা পড়ে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বটতলি এলাকায় এ অবরোধ করা হয়।
চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর, গোসাইপুর, নযনপুর ও বডাইল গ্রামের কয়েকশ মানুষ এ মহাসড়ক অবরোধ করে ত্রাণের দাবি করেন। এদের বেশিরভাগই ইজিবাইক চালক।
এ সময় অবরোধকারীরা বলেন, দিনে কয়েক ঘণ্টা ইজিবাইক চালিয়ে যা আয় হয় তা ইজিবাইকের মালিককেই দিতে হয়। আমাদের ভাগে কিছু থাকে না। আমরা কিভাবে চলব। বাড়িতে কোনো খাবার নাই। আমরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি।
পরে ঘটনাস্থলে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাগফারুল আব্বাসী অবরোধকারীদের ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়।
বিডি প্রতিদিন/আল আমীন