মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে আজ শনিবার মিঠু মিয়া নামে এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন বেরইল পলিতা নাজির আহমেদ কলেজের শিক্ষক-কর্মচারীরা।
কলেজের অধ্যক্ষ খন্দকার হায়াত আলী জানান, করোনা পরিস্থিতিতে এলাকায় কৃষি শ্রমিকের সংকট রয়েছে। এছাড়া অনেক কৃষকের এ মুহুর্তে আর্থিক সঙ্গতি নেই শ্রমিক নিয়োগ করে ধান কাটার।
সে কারণে কলেজের ২২ জন শিক্ষক-কর্মচারী সম্মিলিতভাবে ওই কৃষকের ১ শতাংশ জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে এলাকার আরো অনেকের ক্ষেতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন