করোনায় সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রান্তিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বগুড়ার ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা শোকরানা।
শনিবার বেলা ১২টায় বগুড়া শহরের ছিলিমপুর চত্বরে মালগ্রাম, ছিলিমপুর, হরিগাড়ী, চাপড়পাড়া ও ফুলতলা এলাকার ৩৫০ জন কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, তেল, সেমাই, সাবান, দুধ ও নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) শওকাত উল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুর রহমান, ছোট বোন ডা. মোনোয়ারা বেগম ও পরিবারের সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন