বাগেরহাটে এলিট ফোর্স র্যাবের পক্ষ থেকে সুন্দরবনের আত্মসমর্পণকৃত ২৭টি বনদস্যু বাহিনীর ২৮৪ সদস্যেদের মাঝে আজ সকালে মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠাতে র্যাব ডিজির পক্ষে উপস্থিত ছিলেন র্যাব -৮ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত জিআইজি আতিকা ইসলাম। এ সময়ে র্যাবের অপারেশন অফিসার মুকুর চাকমা অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা আত্মসমর্পণকৃত এসব বনদস্যু ও তাদের পরিবারের মধ্যে র্যাবের দেওয়া এসব ঈদ সামগ্রী গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন