কুড়িগ্রামের মার্কেটগুলোতে স্বল্প পরিসরে দোকানপাট খোলা রাখার অনুমতি পাওয়ার পর থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে জেলা প্রশাসন। মাইকিং, হ্যান্ডবিল বিতরণ, প্রধান সড়কে বাঁশ দিয়ে চলাচলে নিয়ন্ত্রণে এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে ‘নো মাস্ক, নো শপিং’ কর্মসূচি পালন করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) হাসিবুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল।
এই কর্মসূচির মূল লক্ষ্য হল মূল বড় বড় মার্কেটগুলোর প্রবেশ মুখে ছোট ছোট বিলবোর্ড টানিয়ে দিয়ে করোনা সম্পর্কে সচেতনতামূলক বার্তাসমূহ ক্রেতাদের দৃষ্টিতে আনা। যাতে মানুষ মার্কেটগুলোতে শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করেন। ক্রেতা ও বিক্রেতা উভয়ে গøাভস ও মাস্ক ব্যবহার করে কেনাবেচা করবেন।
দোকান খোলা ও বন্ধের সময় জীবাণুমুক্ত করার পাশাপাশি ক্রেতাকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করার পর দোকানে প্রবেশ করতে দেয়ার নির্দেশ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ীরা নির্দিষ্ট সময়ে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
বিডি প্রতিদিন/আল আমীন