কুমিল্লার নাঙ্গলকোটে করোনায় আক্রান্ত দুই পরিবারের সদস্যদের জন্য হরেক রকম ফল পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংশপ্তক’। সংগঠনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম সহযোগীদের নিয়ে লকডাউনে আটকে পড়া পরিবারসমূহের মধ্যে ফল পৌঁছে দেন।
জানা যায়, দেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই নাঙ্গলকোটে ‘সংশপ্তক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এ সংগঠনের উদ্যোগে ১৭শ’ সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বর্তমান ‘হ্যালো সংশপ্তক’ নামে হটলাইন চালু করে সুবিধাবঞ্চিতদের মধ্যে গোপনীয়তা রক্ষা করে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার পাশাপাশি পৌরসভার কেন্দ্রা গ্রামের এক বিধবা নারীকে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
সম্প্রতি নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া গ্রামের একটি পরিবারের শাশুড়ি ও পূত্রবধূ এবং দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামের আপন ভাই-বোন করোনায় আক্রান্ত হলে প্রশাসনের পক্ষ থেকে তাদের লকডাউন করে দেয়া হয়। মানবিক দিক বিবেচনায় সংশপ্তক টিম করোনা আক্রান্ত দুই পরিবারের মধ্যে ১৫ কেজি করে বিভিন্ন ধরনের ফল উপহার পৌঁছে দেয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম সহযোগীদের নিয়ে সর্বোচ্চ সতর্কতায় পূর্ববাম
পাড়া ও কান্দাল গ্রামে গিয়ে করোনা আক্রান্ত পরিবারের মধ্যে ফল পৌঁছে দেন। তাদের এমন ব্যতিক্রম উদ্যোগের প্রশংসা করেন এলাকাবাসী।
সংগঠনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে সংশপ্তক নাঙ্গলকোটের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম