বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের কালিশকুড়ি মৌজায় গত শুক্রবার গভীর রাতে আব্দুর রাজ্জাক উজ্জলের লীজকৃত ৩টি পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ মন মাছ নিধন করা হয়েছে। যার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। এ ঘটনায় আব্দুর রাজ্জাক উজ্জল ১৫ মে কাহালু থানায় কুলিশকুড়ি গ্রামের কমের উদ্দিন ফকিরের পুত্র আফজাল ফকিরকে (২৭) বিবাদী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আব্দুর রাজ্জাক উজ্জল জানান, লীজকৃত ৩টি পুকুরে আমি বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছেড়ে দিয়ে মাছের চাষ করাকালীন পূর্ব শক্রতার জের ধরে বিবাদী বিভিন্ন সময়ে ৩টি পুকুরে বিষ প্রয়োগ ও মাছ মেরে ফেলার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। বিষয়টি আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানানোর পর আমি ৩টি পুকুরে মাছ চাষ করছি। কিন্তÍ গত শুক্রবার রাতে আমার লীজকৃত ৩টি পুকুরে বিষ দিয়ে বিবাদী বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ মন মাছ নিধন করেছে। যার মূল্যে প্রায় ৮ লক্ষ টাকা।
এ ব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন