করোনা পরিস্থিতি মোকাবিলায় এক মাসের মুক্তিযোদ্ধা ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর।
শনিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, সমাজ সেবা অধিদপ্তর কর্মকর্তা মো. আশাদুজ্জামান, নাগরীক ফোরাম দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।
মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর বলেন, অদৃশ্য ভাইরাস করোনা আমরা দেখতে পাচ্ছি না, ৭১-এর যুদ্ধের চেয়ে এ যুদ্ধ অনেক বড় বলে মনে করি। এ যদ্ধে জয়ী হতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/আল আমীন