কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে হরিদাস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে পৌরসভার নারিকেলবাড়ি আগপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ওই গ্রামের শ্যামল চন্দ্র দাসের পূত্র হরিদাস চন্দ্র (৬) সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলতে যায়। এসময় সে পানিতে পড়ে সে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার স্বজনরা পুকুর থেকে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার