লালমনিরহাটে যৌতুকের দাবিতে রেশমা নামের এক গৃহবধূকে শ্বাসরোধে স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজনহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী ফারুক মিয়া ও তার বাড়ীর লোকজন পলাতক রয়েছে। লালমনিরহাটের সদর থানার ওসি মাহফুজ এ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
লালমনিরহাটের সদর থানার ওসি মাহফুজ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম