বরিশালের বাকেরগঞ্জে ঝাঁড়ফুক চিকিৎসার নামে এক মানসিক রোগীকে পিটিয়ে ও পানিয়ে ডুবিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি মো. সোহাগ শেখ (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বিকালে বরিশাল নগরীর রূপাতলীর গ্যাস টারবাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাবের বিশেষ দল। সোহাগ শেখ একই উপজেলার বাংলা বাজার এলাকার সেলিম শেখের ছেলে।
র্যাব-৮ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ জানুয়ারী বাকেরগঞ্জের আউলিয়াপুরে পটুয়াখালীর কালাম মৃধা (৪২) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে ও পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে ওই আসামি। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি মামলা হয়।
ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোহাগকে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করার কথা জানিয়েছে র্যাব-৮।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ