পটুয়াখালীর সদরের টাউন কালিকপুর ছোট চৌরাস্তা এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মো. নূরুল ইসলাম ভূট্টোকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানিয়েছে, শনিবার (১৬ মে) দুপুরে মো. নূরুল ইসলাম ভূট্টোকে গ্রেফতার করা হয়। সে একই উপজেলার খলিশাখালী এলাকার মো. ইয়াকুব আলী মৃধার ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ