ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা যুদ্ধে জয়ী হয়েছেন দুই মাদ্রাসা ছাত্র। তারা হলেন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তিপাড়া গ্রামের মোজাম্মেল শেখের দুই সন্তান রোমান শেখ (২০) ও সুমন শেখ (১৫)।
জানা যায়, ঢাকার কামরাঙ্গিচর একটি মাদ্রাসায় লেখাপড়া করেন রোমান শেখ ও সুমন শেখ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাদ্রাসা বন্ধ থাকায় সাত সদস্যের পরিবারসহ গত ২২ এপ্রিল গ্রামের বাড়িতে আসেন তারা। করোনা পজেটিভ হওয়ার পর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ ও ১৪ই মে পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় গতকাল শনিবার (১৬ মে) বিকেলে তাদের নিজ বাড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খালেদুর রহমান ও ওসি (তদন্ত) মো. আহাদুজ্জামান আহাদ।
ইউএনও ঝোটন চন্দ খাদ্য সহায়তা হিসেবে দুই সহোদর পরিবারকে ২০ কেজি চাল, ২কেজি ডাল, ৫কেজি আলু, ২কেজি তেল হস্তান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, পুতন্তিপাড়া গ্রামের মোজ্জামেল শেখের ছেলে রোমান শেখের গত ২৯ এপ্রিল করোনা ভাইরাস সনাক্ত হয়। একদিন পর তার আপন ছোট ভাই সুমন শেখের শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনা সনাক্ত দুই রোগীকে তাদের নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরপর দুইবার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় তাদের করোনা মুক্ত ঘোষনা করে প্রত্যয়ন পত্র দেওয়া হয়। তবে তাদেরকে সতর্কতার সাথে আগামী ৭দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ