কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে এবার প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা খাতুন।
গতকাল শনিবার (১৬ মে) দুপুরে ধরলা ব্রীজ সংলগ্ন নদী তীরবর্তী এলাকায় পীর সাহেব ফজলুল করিম মাদরাসা মাঠে শতাধিক প্রতিবন্ধীকে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সহায়তা প্রদান করেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপেটন ফয়সাল আহমেদ।
এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা খাতুন সদরের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের একটি তালিকা সেনাবাহিনীকে দেন। প্রতিটি প্যাকেটে ছিলো চাল, আটা, ডাল, লবণ, সয়াবিন তেল ও সুজি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান ও নাসিম হোসেন প্রমুখ।
সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সাল আহমেদ বলেন, করোনা মোকাবেলায় আমরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছি। পাশাপাশি আমরা আমাদের সীমিত সম্পদ নিয়ে গরীব, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দিচ্ছি। এবার নটরডেমিয়ান-৮৫ব্যাচের ছাত্রদের সহযোগিতায় আমাদের সদর উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সামান্য উপহার হিসেবে দিতে পেরে ভালো লাগছে।
তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং করোনা মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহবান জানান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ