চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান ও ব্যাচ ৯৪ চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাই স্কুল এবং ব্যাচ ৯৪ চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে জরুরি প্রয়োজনীয় খাদ্য সহযোগিতা প্রদান করা হয়েছে। এতে ছিল ১০ টন চাল, ৫ টন আলু, ১ টন তৈল, ১ টন মশুরের ডাল, ১ টন পেয়াজ, আধা টন রসুন, আধা টন হলুদ ও মরিচের গুঁড়ো ইত্যাদি।
শনিবার বিকাল ৪ টায় পৌরসভার ৪৫০ টি পরিবার এবং উপজেলার অনন্য ইউনিয়ন থেকে আরো ৫৫০ টি সহ মোট ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহযোগিতা প্রদান করা হয়।
চৌদ্দগ্রাম পৌরসভার এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই জরুরি খাদ্য সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, সিনিয়র এ এস পি মোঃ সাইফুল ইসলাম সাইফসহ সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও দেশে থাকা সদস্যগণ।
অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে ছিলেন মোঃ আবদুল কাইয়ুম (উপদেষ্টা সমন্বয়) চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান ও ব্যবস্থাপনা পরিচালক বি এন্ড জি গ্রুপ, জাকির হোসেন সভাপতি চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান। অনুষ্ঠান মডারেটর হিসেবে ছিলেন কামাল উদ্দিন পাটোয়ারী, ব্যাচ ৯৪ চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাই স্কুল এবং তানিয়া শাখাওয়াৎ ব্যাচ ৯৪ চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, চৌদ্দগ্রাম পৌর প্রশাসন ও চৌদ্দগ্রাম থানা পুলিশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড, বাহরাইন, সৌদিআরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ওমানে অবস্থিত চৌদ্দগ্রাম প্রবাসীদের আর্থিক অংশগ্রহণে উক্ত উদ্যোগ সম্পূর্ণ হয়।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনটি দীর্ঘদিন থেকে বেশকিছু প্রশংসনীয় কাজ করে চলেছে। তার মধ্যে অন্যতম ছিল বিভিন্ন জনের চিকিৎসা সহয়তা প্রদান, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, কৃষি উপকরণ প্রদানসহ হাজারো শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন