নাটোরের বড়াইগ্রামের ৭নং চান্দাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০০টি দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে চান্দাই ইউনিয়নের দিয়াগাড়ফা ডিকে হাফেজিয়া মাদরাসা মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে তাদের হাতে চাল, সেমাই, চিনি, গুড়া দুধ ও সাবান বিতরণ করেন।
ফাউন্ডেশনের সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাপ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ইন্তাজ, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ইয়াদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন খান ও মজিবর রহমান এবং স্কুলশিক্ষক জাহাঙ্গীর আলম বিশ্বাস বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কালাম