কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অবৈধ ৫ লাখ মিটার কারেন্ট জাল বোঝাই ট্রলারসহ ১৩ মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা।
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমানার ভেতর থেকে তাদেরকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। জব্দকৃত জাল ও ট্রলারসহ আটককৃতদের সেন্টমার্টিন ফাঁড়ির পুলিশের নিকট সোর্পদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা