কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হন।
রবিবার ভোররাতে উপজেলার হ্নীলা নোয়াপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক কারবারী হলেন উখিয়া বালুখালী ৯নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ/৬ এর বাসিন্দা খায়রুল আমিনের ছেলে মো. সাকের (২২)। তার মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টহলদল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, দুইটি কার্তুজের খালি খোসা ও একটি ধারালো কিরিচসহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, আহত বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/ফারজানা