বরগুনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ঘূর্ণিঝড় "আম্ফান" প্রতিরোধে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫০৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে শেল্টারগুলো আশ্রয়গ্রহণকারীদের বসবাসের উপযুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে প্রস্তুতি গ্রহনের জন্য বলা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি জানান, জেলায় ১১টি স্থানের বেড়ীবাঁধ ঝুঁকিপূর্ণ। কৃষি কর্মকর্তা জানান, ২ দিনের মধ্য বোরো, মূখ, সূর্যমূখী, মুগডাল উঠে যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ