নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কামারপুুকুর ডিগ্রী কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান কামারপুকুর ইউনিয়নের দোয়ালীপাড়ার বাসিন্দা। তিনি একটি কিন্টারগার্টেনের অধ্যক্ষ হিসেবে ছিলেন।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, রাতে মোটরসাইকেল যোগে স্ত্রী জামিলা বেগমকে নিয়ে পার্বতীপুর থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে একটি ট্রাক চাপা দিলে মারা যান তিনি। গুরুত্বর আহত জামিলা বেগমকে সৈয়দপুর থেকে রংপুর মেডিক্যাল কলেজে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, তিনি পার্বতীপুরে মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন। এ সময় দুর্ঘটনার শিকার হন তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ