মাদারীপুরের শিবচরে ভেজাল সেমাই তৈরি করায় সময় ফটিক মোল্লা নামের এক কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মে) বিকেলে উপজেলা বন্দোখোলা ইউনিয়নের শিকদারহাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম. রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন। এছাড়াও কারখানাটি সিলগালা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক ফজলুল হক ও শিবচর থানার সহকারী উপ পরিদর্শক হেলালকে সাথে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিক ফঠিক মোল্লাকে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন, অভিযানের পর মালিকদেরকে সতর্ক করে দেওয়া হয় পরবর্তীতে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে এবং অবৈধ কারখানা পরিচালনা করলে জেল ও জরিমানা করা হবে এবং কঠিন শাস্তি প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল