ঢাকাসহ দেশের সব জেলায় আগামীকাল সরকারি-বেসরকারি অফিস খোলার কারণে সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড় সৃষ্টি হয়েছে। করোনাভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে কোন রকম সামাজিক দূরত্ব না মেনেই ফেরিতে পারাপার হয় এসব যাত্রীরা।
শনিবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের বিভিন্ন ফেরিঘাটে ঢাকামুখী এসব যাত্রীদের চাপ দেখা যায়। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা বলেন, আগামীকাল থেকে অফিস খোলা সেই কারণে ঢাকায় যেতে হচ্ছে। গণপরিবহন না থাকার কারণে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া আসতে হয়েছে বলে জানান তারা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও গাড়ি পারাপারের জন্য ১৪টি ফেরি প্রস্তুত রয়েছে। এখন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৮টি ফেরি চলাচল করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আগামীকাল সরকারি-বেসরকারি অফিস খোলাসহ গণপরিবহন চলার কারণে দৌলতদিয়া প্রান্তে যাত্রীদের চাপ থাকবে সেই বিষয়টি মাথায় রেখে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ