৩০ মে, ২০২০ ১৫:৫২

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনা অম্যান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনা অম্যান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

চলমান করোনা সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা অম্যান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। 

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ থেকে বিভিন্ন বিপনী বিতান ও দোকানপাট সীমিত আকারে খোলার বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিমসভায় তিনি এ ঘোষণা দেন। 

এ সময় প্রতিষ্ঠানগুলোতে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এবং সরকার নির্দেশিত সকল নির্দেশনা বাস্তবায়নে চেম্বার নেতৃবৃন্দসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। 

সভায় জানানো হয়, জেলায় ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা যা উদ্বেগজনক। সেজন্য যারাই সরকারি আইনের কোন রকম ব্যত্যয় ঘটাবে তাদের জরিমানা ও কারাদণ্ডসহ কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। 

এ সময় অন্যদের মধ্যে ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন মার্কেট কমিটির প্রতিনিধি, সরকারি কর্মকর্তাগণ। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর