করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে মহাসড়কে কোনো ধরনের নৈরাজ্য, চাঁদাবাজি অনৈতিক কাজ না হয় সেই লক্ষ্যে মতবিনিময় সভা হয়।
সোমবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় পুলিশ বক্সের সামনে গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার আলী আহমদ খানের নেতৃত্বে পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুর কাদের জিলানী, সালনা থানা হাইওয়ে (কোনাবাড়ি) ওসি জহিরুল ইসলাম খান পি পি এম, সহ-হাইওয়ে পুলিশের কর্মকর্তাগণ। পরে করোনাভাইরাস আক্রান্ত রোধে জনগণকে সচেতনতামূলক আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম