নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শীতলক্ষ্যা নদীর কচুরিপানা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জ নৌ-থানার ওসি আব্দুল হাকিম জানান, দুপুরে শীতলক্ষ্যা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে তার কোনো পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করা জন্য চেষ্টা চলছে। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্ত করতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার