চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকি গ্রামের সওদাগর পাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে রিফাত সওদাগর (২০) নামের জেলে নিহত হয়েছেন। তার পিতার নাম রিপন সওদাগর।
সূত্রে জানা যায়, রবিবার রাতে শালিস বৈঠকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে সাত্তার গংদের লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে রিফাত গুরুতর আহত হলে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার অবস্থার আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে রিফাতের মৃত্যু হয়।
মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মৃধা বলেন, মৃতদেহ ঢাকায় পোস্টমর্টেম শেষে সন্ধ্যায় নিজ বাড়িতে লাশ দাফন করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন