খুলনার দাকোপের বাজুয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নীল উৎপল (২৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে ঘাতক ইমন হোসেনেরও (১৯) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দাকোপের বাজুয়া এসএন কলেজের মাঠে গরু চরানোকে কেন্দ্র করে বিবাদের জের ধরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিবেশি ইমন হোসেন গ্রামের সুকুমার রপ্তানের ছেলে নীল উৎপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় উৎপল। এ ঘটনায় হত্যাকারী ইমনকে এলাকাবাসী আটক করে গণপিটুনী দেয়। এতে বেলা ১১টার দিকে আহত ইমনেরও মৃত্যু হয়। ইমনের বাবার নাম বাদল হোসেন।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, নিহত নীল উৎপলের বাবা বাজুয়া এসএন কলেজের সহকারী লাইব্রেরিয়ান। এই কলেজের মাঠে গরু চরানোকে কেন্দ্র করে বিবাদের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নীল উৎপল খুলনা বিএল কলেজের ছাত্র। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন