নওগাঁর পোরশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র ও ডাকাতি মামলার এক আসামির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৭)। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ফকিরের মোড় এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
দেলোয়ার অনাতপুর গ্রামের বাসিন্দা। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিনুর রহমানের দেওয়া তথ্য মতে, দেলোয়ার হোসেন অস্ত্র ও ডাকাতির ছয় মামলার আসামি এবং ডাকাতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
ওসি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নিতপুর এলাকা থেকে দেলোয়ারকে গ্রেফতার করে পোরশা থানা পুলিশ। তার দলের অন্য সদস্যরা উপজেলার ফকিরের মোড় এলাকায় রাত ১২টার দিকে ডাকাতি সংঘটিত করে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে দেলোয়ারকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এই বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে দেলোয়ার গুলিবদ্ধ হয়ে নিহত হন।
বিডি প্রতিদিন/ফারজানা