২০১৭ ও ২০২০ সালের বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে সনদ প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শরীয়তপুর আইনজীবী সমিতির সামনে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীগদের উদ্যাগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয়া হয়।
এ সময় শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, আমরা ১০, ৭ ও ৩ বছর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এলএলবি পাস কোর্স ও অনার্স সম্পন্ন করে বার কাউন্সিলের সব নিয়মকানুন মেনে শরীয়তপুর আইনজীবী সমিতিতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছি। বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমরা সবাই আইন পেশায় যাবো এমনটাই প্রত্যাশা করছি।
আমাদের সার্বিক পরিস্থিতি ও অপূরণীয় ক্ষতির কথা বিবেচনায় নিয়ে আমরা যারা এমসিকিউতে উত্তীর্ণ হয়েছি তাদের গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করণের জন্য আহবান জানাচ্ছি। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন না থাকায় আমাদের সকল প্রকার আর্থিক, মানবিক ও আইনগত অধিকার থেকে সম্প‚র্ণভাবে বিঞ্চিত হচ্ছি।
বিডি প্রতিদিন/আল আমীন