বরগুনার তালতলী উপজেলার তালতলী-ফকিরহাট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চাকার নিচে পড়ে হাসান (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে হাসান রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ব্যাটারি চালিত অটোরিকশা হাসানের ওপর তুলে দেয়। স্থানীয় লোকজন হাসানকে তালতলী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসারা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অটোচালক ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার