দিনাজপুরের বিরামপুরের শাখা যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর পানিতে ভেসে থাকা অবস্থায় শিশু যুথী আক্তারের (৯) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
অপরদিকে, দিনাজপুরের মোহনপুর রাবারড্রাম ব্রীজের নিচে আত্রাই নদীতে জাল ফেলে মাছ ধরার সময় পানিতে ডুবে পুতুল মাস্টার (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় বিরামপুর পৌরশহরের পশ্চিমে “মেয়র আজাদ ফুট ব্রিজ” এর নিচ থেকে শিশু যুথী ও সকাল ৬ টায় পুতুল মাষ্টারের লাশ উদ্ধার করা হয়।
শিশু যুথী আক্তারের (৯) বিরামপুরের কবির হোসেনের কন্যা। পুতুল মাস্টার (৪০) চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে।
বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, নদী থেকে লাশ উদ্ধারের বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ, গত সোমবার বিরামপুরের কৃষ্ট চাঁদপুরে মামার সাথে নদীতে গোসল করতে নেমে নদীর জলের প্রবল স্রোতে তলিয়ে যায় যুথী আক্তার। পরে বিরামপুর ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ২টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ যুথীকে উদ্ধার করতে পারেননি।
স্থানীয়রা জানান, আত্রাই নদীতে মোহনপুর রাবার ড্রাম ব্রীজের নিচে মঙ্গলবার ভোর ৪ টার দিকে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জালের সাথে সে পানিতে তলিয়ে যায়। পরে সকাল ৬ টার দিকে তার মৃতদেহ পানিতে ভাসলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম