বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম ওরফে সুমন (৪০) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আমিরুল ইসলাম ওরফে সুমন জেলার শাজাহানপুর উপজেলার বারো আঞ্জুল গ্রামের মৃত আবু তালেব আকন্দের ছেলে।
বগুড়ার শেরপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সবুজ মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, গত রবিবার রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর চারজনকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু তাদের অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমিরুল ইসলামের মৃত্যু হয়। আর বাকি আহত মো. মিন্টু মিয়া, মুর্তজা আহম্মেদ ও জামাল উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম