নেত্রকোনার কলমাকান্দায় বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে মাহমুদউল্লাহ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের কুতিগাও গ্রামে মায়ের রান্না করার সময় শিশুটি পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামে বিল্লাল মিয়ার ছেলে।
তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর পুকুরের কাছাকাছি হওয়ায় রান্না করার সময় শিশুটি মায়ের অজান্তেই পানিতে পড়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, এ নিয়ে গত দুই সপ্তাহে কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় পানিতে ডুবে পাঁচ শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম