হবিগঞ্জে ভ্রম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় শহরের চৌধুরী বাজার এলাকার প্রিয় স্টোর থেকে ১২ বস্তা ও সুমন স্টোর থেকে ২ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। এর প্রেক্ষিতে প্রিয় স্টোরকে ১০ হাজার ও সুমন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুড়িয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খছরু। জব্দ কারেন্ট জালের বাজারমূল্য ৮ লাখ টাকা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম