ফরিদপুরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারির ট্যাক নামক স্থানে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চারজন ছিনতাইকারী যাত্রী সেজে ব্যাটারিচালিত একটি অটোবাইক ভাড়া করে ফরিদপুর শহর থেকে ঈশান গোপালপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় যাচ্ছিলেন। অটোবাইকটি কাচারির ট্যাক এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা চালককে গলার পিছনের দিকে ছুরি মেরে অটোবাইক থেকে ফেলে দিয়ে বাইকটি চালিয়ে যেতে থাকে।
এতে আহত ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা কাওসার মন্ডল (২০) চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে অটোবাইকসহ তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে এলাকাবাসী ওই তিন ছিনতাইকারীকে গনপিটুনি দেয়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের হতে জখম হওয়া অটোবাইক চালক ও জনতার পিটুনিতে আহত তিন ছিনতাইকারীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত দুই ছিনতাইকারী ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা হিরণ (৩৫) ও আকাশকে (৩৮) মৃত বলে ঘোষণা করেন।
অপর ছিনতাইকারী খোকন খন্দকার (৩৬) পুলিশের প্রহরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও বলেন, হাসপাতালে আহত ইজিবাইক চালকের চিকিৎসা চলছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম