নেত্রকোনার মোহনগঞ্জে জীবন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি তার শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ জুন) সকালে বাড়ির লোকজন ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় জীবন মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
জানা গেছে, জীবন মিয়ার বাড়ি উপজেলার বরান্তর গ্রামে। শ্বশুর বাড়ি মান্দারবাড়িতে থেকে তিনি ব্যবসা করতেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন।
মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল