ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফুটবল খেলতে গিয়ে জরিমানা দিয়েছেন ১৯ যুবক। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ১৯ যুবককে ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত সোমবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে একদল যুবক দু’ভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলায় মেতে উঠে। খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯ যুবককে অর্থদণ্ড করে ছেড়ে দেন।
বিডি প্রতিদিন/হিমেল