আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের চরাঞ্চলের খাসকান্দিতে পাল্টাপাল্টি হামলা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামের এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন এক গ্রুপ পুলিশ ও সাংবাদিকদের লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাসকান্দি গ্রামের মামুন হাওলাদার এর সাথে একই গ্রামের আহম্মদ হাওলাদার এর মধ্যে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে সোমবার ভোর রাতে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে শতাধিক ককেটল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটায়। বিগত কয়েক মাসে এই দুই গ্রুপের মধ্যে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/হিমেল