পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিক আকন (৬০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১৪ জুন) রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামে নিজ বাড়িতে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় অটো রিকশা চালানো শেষে ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ