ভাঙ্গায় করোনাভাইরাসে মুক্তিযোদ্ধা ও আনসার সদস্যসহ আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে ভাঙ্গা উপজেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ জনে। এর মধ্যে ২ জন মুক্তিযোদ্ধা।
আজ সোমবার ভোর রাতে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন (৭০)। তিনি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে তিন মেয়ে রেখে গেছেন।
তিনি ওই এলাকার আব্দুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক শিক্ষক ছিলেন। সোমবার বিকেলে পারিবারিক কবরাস্থণে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন দেওয়া হয়।
গত শুক্রবার করোনাভাইরাস সম্পর্কিত উপসর্গ নিয়ে তিনি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। গতকাল রবিবার তার করোনাভাইরাস শনাক্ত হয়। আজ সোমবার ভোর ৪টার দিকে তিনি মারা যান তিনি।
একই দিন মারা গেছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ২০তম আনসার ব্যাটালিয়ানের সদস্য আব্দুর রউফ (৫৫)। গত বৃহস্পতিবার তার করোনাভাইরাস শনাক্ত হয়। গত শনিবার তার ছেলে ফরিদপুরে এসে তাকে বাড়িতে নিয়ে যান। তার বাড়ি গাইবান্দা জেলার পলাশবাদী উপজেলার খামার নড়াইল গ্রামে। নিজ বাড়িতে আজ সোমবার বোরে মারা যান তিনি।
ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভাঙ্গায় এ পর্যন্ত করোনভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮ জন। এর মধ্যে দুই মুক্তিযোদ্ধা ও একজন নারী রয়েছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ