চুরি করার কথা স্বীকার করে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন শহিদুল ইসলাম ( ২২) নামের এক যুবক। গতকাল রবিবার (১৪ জুন) রাতে জেলার খালিয়াজুরি উপজেলায় ওই যুবক এসে নিজে নিজে পুলিশের কাছে অপরাধ স্বীকার করলে পুলিশ তাকে আটক করে। পরে আজ সোমবার এ ঘটনা সামনে এলে স্থানীয় ও প্রশাসনের মাঝে যুবকের প্রতি দরদ প্রকাশ পায়।
আর কেউ যেন চুরির দায়ে হয়রানির স্বীকার না হয় এর জন্যই স্বেচ্ছায় ধরা দিয়েছে বলে জানায় অপরাধ স্বীকার করা ওই যুবক। পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের ইসলামপুরে আব্দুল কদ্দুসের পুত্র শহিদুল ইসলাম। তার নেতৃত্বে গত ৭জুন পাঁচহাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষের তালা ভেঙে পাঁচটি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটে।
এদিকে, পাঁচহাট বাজারেও কয়েক দিনের ব্যবধানে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে বাজারের ব্যবসায়ীরাও জানান। পাঁচহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মঞ্জুরুল ইসলাম গোলাম বলেন, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় গত শনিবার (৭ জুন) দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে শ্রেনী কক্ষ থেকে পাঁচটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে খালিয়াজুরী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, চোর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। পরিচয় পেয়ে পুলিশ আটক করে। ওই স্কুলের প্রধান শিক্ষককে খবর পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, স্কুল কলেজ বন্ধ রয়েছে, কাজেই এই অবস্থায় স্কুলের পাহারাদার রাখা প্রয়োজন এবং এলাকাবাসীকেও আরও সচেতন হতে হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ