মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় এ উপজেলার ৮টি এলাকাকে রেড জোন, ৩টি এলাকাকে ইয়েলো ও ৫টি এলাকাকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।
আজ সোমবার মৌলভীবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। সভা শেষে এসব এলাকায় জোনিং বাস্তাবায়নের জন্য একটি প্রস্তার অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।
রেড জোন এলাকাগুলোর মধ্যে হলো শ্রীমঙ্গল পৌর এলাকার শ্যামলী আবাসিক এলাকা ও কালিঘাট সড়ক। সদর ইউনিয়নের ক্যাথলিক মিশন রোড, রূপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাহিমপুর। এছাড়া কালাপুর, আশিদ্রোন ও কালিঘাট ইউনিয়নকে ইয়েলো এবং মির্জাপুর, সিন্দুরখান, রাজঘাট ও সাতগাঁও ইউনিয়নকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, এলাকার জনসংখ্যার অনুপাতে করোনা সংক্রমণের হার অনুযায়ী জোনিং করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে মৌথিক ভাবে জানানো হয়েছে। তবে মতামতের জন্য উর্ধতন কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন,স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন আসার পর চিহ্নিত এলাকাতে জোনিং বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলায় এ পর্যন্ত ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১০ জন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ