ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ১৪টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল থেকে গভীর রাত অবধি বোয়ালমারী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ময়না ইউপি সদস্য আখতার হোসেনসহ ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে মামলা করে ২৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এবং সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাববির আহমেদ। ইউএনও ঝোটন চন্দ জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি রোধে সামাজিক দূরত্ব আইন অমান্য করে দোকান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পড়ায় বোয়ালমারী উপজেলার বিভিন্ন বাজারের ১৪ জনকে মোট ২৫ হাজার ৭০০ টাকা দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ এবং ২০০৯ এর ৫১ ধারায় জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক