নাটোরের বড়াইগ্রামে ১১ বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। শিশুটি গোপালপুরের একটি ১১ বছরের স্কুলছাত্রী। সোমবার দুপুরের সময় ফাঁকা বাড়ি পেয়ে মোহাম্মদ রফিক ( ৩২) নামে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। সে পাবনার ঈশ্বরদী থানার আটঘরিয়া গ্রামের আব্দুল করিম বেনুর সন্তান।
স্থানীয়রা জানান, শিশুটির বাবা-মা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিল। একা বাড়িতে গোসল করার সময় হঠাৎ পাশের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে আসা রফিক তার বাড়িতে ঢুকে পড়ে। শিশুটিকে একা গোসল করতে দেখে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আমরা তদন্ত শেষে প্রায়জনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।
বিডি-প্রতিদিন/শফিক