করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে এ লকডাউন কার্যকর হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সোমবার এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, দর্শনা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে ১৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে এ এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে ঘোষিত রেড জোন এলাকায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসব এলাকায় কতজন হতদরিদ্র আছে তার তালিকা করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে এলাকায় প্রচারণা চালানো হবে। সাধারণ মানুষের মধ্যে ৩০/৩৫ হাজার মাস্ক বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা অমান্যকারীদের জন্য সবসময় উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্র জানায়, দর্শনা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পরাণপুর, রিফিউজি কলোনী, মোবারকপাড়া ও কলেজপাড়ার একাংশ এবং ৭ নম্বর ওয়ার্ডের ইসলাম বাজার, থানাপাড়া ও পুরাতন বাজার রেড জোনের আওতায় থাকবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ