করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে দুস্থ ও কর্মহীনদের মাঝে সহায়তা দেওয়া হয়েছে। আজ সকালে একশত কর্মহীনদের মাঝে এই সহয়তা তুলে দেন ব্যাটালিয়নের পরিচালক মো. কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যন্ট শুভ্র চৌধুরী, সহকারী পরিচালক মীর বহর শাহাদৎ হোসেন, ব্যাটালিয়ন কোম্পানী কমান্ডার মো. সাইদুল ইসলাম ও বিকিউএম সাইফুল ইসলাম। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পরিচালক মো. কামাল হোসেন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ (এনডিসি পিএসসি,জি) এর পক্ষে এই ত্রাণ বিতরণ করছে মানিকগঞ্জ ৩৮ আনসার ব্যাটালিয়ন।
বিডি প্রতিদিন/হিমেল