নেত্রকোনা জেলার কেন্দুয়ায় পানিতে ডুবে আল-ফারাবি (২) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের ফরিদ আহম্মেদ নভেল মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানায়, সোমবার দুপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ফারাবি পড়ে যায়। পরে লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ