শেরপুরে বাদশা আলী (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাদশা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। তিনি স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার হয়ে গত ২৩ এপ্রিল থেকে জেলা কারাগারে ছিলেন।
জেল সুপারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে বাদশা আলীর শ্বাসকষ্ট থাকায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।
জেল সূত্র জানায়, বাদশা কারাগারে যাওয়ার পর থেকেই গলায় টিউমার ও হৃদরোগে ভুগছিলেন। সোমবার রাতে তার অন্যান্য রোগের পাশাপাশি শ্বাসকষ্ট শুরু হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। আদালত সূত্র জানায় আজ মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে বাদশা আলীর জামিনের বিষয়ে ভার্চুয়াল শুনানি হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, বাদশা আলীর গলার টিউমারে ক্যান্সারের নমুনা ছিল। যে কারণে পূর্বে তাকে আরও একাধিক দফায় হাসপাতালে নেওয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/হিমেল