নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পক্ষ থেকে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর পুকুরে দেশীয় জাতের বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্ত করা হয়।
দেশীয় মাছের পোনা অবমুক্তকরণকালে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বলেন, আমিষের চাহিদা পূরণে আমাদের মাছ চাষ করতে হবে। আগের দিনে খাল বিলে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। এখন সেই মাছগুলো বিলুপ্তপ্রায়। তাই দেশীয় মাছ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোবাশ্বের আলী, জোয়াড়ী ইউপি সদস্য ফেরদৌস উল আলম, বনপাড়া পৌর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম